মহাদেবপুরে আহসান হাবিব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  19-03-2019 04:35PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান হাবিব ভোদন নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬৮ হাজার ২’শ ৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী জাবেদ আলী। তিনি টেলিভিশন প্রতীকে ৪ হাজার ২’শ ৬১ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা অনুকুল কুমার সাহা। প্রাপ্তভোট ৩০ হাজার ১’শ ৯৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুর রাজ্জাক টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৩’শ ১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রাবেয়া রহমান পলি কলস প্রতীক নিয়ে ৩৭ হাজার ২’শ ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তহমিনা খাঁন হাঁস প্রতীকে ১৮ হাজার ৩’শ ৩৬ ভোট পেয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ২৪ হাজার ৮ ’শ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৬’শ ১২ ও মহিলা ভোটার এক লাখ ১৩ হাজার ২’শ। ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৩৫ শতাংশ।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় মহাদেবপুর উপজেলার ৭০টি কেন্দ্রর ৫’শ ৯৭টি বুথে ১৮ মার্চ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন