স্কুলভ্যানে পিকআপের ধাক্কা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  20-03-2019 01:23PM

পিএনএস ডেস্ক : যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে স্কুলভ্যানে পল্লী বিদ্যুতের পিকআপের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীবাহী স্কুলভ্যানটি স্কুলের দিকে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে স্কুলভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় তিন শিক্ষার্থী মারাত্মক ভাবে জখম হয়েছে।

পরে এদের মধ্যে দুইজন শিক্ষাথীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী বেনাপোল যশোর সড়কে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, পুলিশ ও স্থানীয় লোকজনের আশ্বাসে সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন