ডিমলায় প্রাথমিক শিক্ষকদের চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ

  20-03-2019 10:19PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষাকে উন্নতির দ্বার প্রান্তে পৌছানোর লক্ষ্যে নীলফামারী ডিমলা উপজেলা শিক্ষা অফিস আয়োজনে “শিষ্টাচার এ শুদ্ধাচার বাস্তবায়নে কৌশল নিরুপন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাউতারা ঝাড়পাড়া সপ্রাবি কক্ষে ২০ মার্চ ১ দিন ব্যাপি প্রাথমিক শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল আলম, সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন নাউতারা সপ্রাবি প্রধান শিক্ষক বিমল চন্দ্র বিশ্বাস। এছারাও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ৬টি বিদ্যালয়ের প্রধান ও সহকরী শিক্ষক শিক্ষিকাগণ।

উক্ত প্রশিক্ষণে শিক্ষকগণের হাতে উপকরণ তুলেদিয়ে প্রশিক্ষক, শিষ্টাচার এ শুদ্ধাচার বাস্তবায়নে অভিনব কৌশল অবলম্বন করে শিক্ষার মান ক্রমাগত উন্নয়ন, ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করণ, সৃজনশীল মেধার বিকাশ করার উপায়ের উপর দিকনির্দেশনা মূলক প্রশিক্ষন দেন। এছারাও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মহোদয়ের ৯টি দিকনির্দশনার আলোকপাত করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন