পাকিস্তানের প্রচেষ্টায় ৫ ইরানি সীমান্তরক্ষীর মুক্তি লাভ

  21-03-2019 01:09PM


পিএনএস ডেস্ক: সম্প্রতি পাকিস্তান সীমান্ত থেকে ইরানের ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে সন্ত্রাসীরা। এদের মধ্যে পাঁচজন মুক্তি পেয়েছেন। পাকিস্তান সরকারের প্রচেষ্টায় এরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ অক্টোবর জয়শুল আদল নামে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান সীমান্ত থেকে ইরানি রক্ষীদের অপহরণ করে পাকিস্তানের ভেতরে নিয়ে যায়। এর আগেও সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তান সীমান্ত থেকে ইরানি সীমান্তরক্ষীদের অপহরণ করেছে।

বুধবার এসব সীমান্তরক্ষী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে ইরান।

এদিকে, ইরানি সীমান্তরক্ষীদের মুক্তির জন্য প্রচেষ্টা চালানোয় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছে তেহরান। সূত্র : পার্স টুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন