বকশীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  21-03-2019 09:02PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পাটজাত দ্রব্য ব্যবহার আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ছয় টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ মার্চ বৃহস্পতিার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

জানা যায়, অভিযানে দ্রব্যে পাটজাত মোড়ক ব্যবহার বিধি না মানায় ব্যবসায়ী কাজল মিয়াকে দুই হাজার, ব্যবসায়ী সোহাগ মিয়াকে এক হাজার, মো. মমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার আইন অমান্য করে মেয়াদোর্ত্তীণ পন্য সরবরাহ ও খাদ্যে ভেজাল থাকায় আলীবাবা হোটেল মালিককে পাঁচ হাজার টাকা, রিপন মোদককে সাত হাজার টাকা, হুমায়ুন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও সাঈদা পারভীন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন