নাভারনে ঘাতক চালককে আটকসহ ৭দফা দাবিতে সড়ক অবরোধ করেছে স্কুল ছাত্র-ছাত্রীরা

  23-03-2019 04:23PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জিপের চাপায় নিপা নামে এক স্কুল ছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিনের ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্কুল ছাত্র-ছাত্রীরা।

শনিবার (২৩ মার্চ) সকাল ৭ থেকে সকাল ১০ টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কের সাতক্ষীরা মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ছাত্র-ছাত্রীরা বলেন, সড়ক দূর্ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘাতক জিপ চালককে আটক করতে পারেনি। তারা দাবি করেন, অতিলম্বে ঘাতক চালককে আটক করতে হবে। সেই সাথে আমাদের সহকর্মী নিপার সমস্ত চিকিৎসা খরচ বহনসহ তাকে উন্নত চিকিৎসার ব্যবস্তা করতে হবে।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে আটকের প্রতিশ্রুতিসহ ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সকাল ১০ টার সময় অবরোধ প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ মার্চ) জিপ গাড়ির চাপায় নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিপা নামে এক স্কুলছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার সাথে থাকা স্মৃতি ও রিপা নামে আরো দুই স্কুল ছাত্রী আহত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন