শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  15-04-2019 06:05PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্যদিয়ে পুরণোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়। পহেলা বৈশাখের এই দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসন, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

প্রতিবছরের ন্যায় এবারো গত রোববার (১৪এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সরকার দলীয় স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেনসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে পান্তা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এদিকে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও অনুরুপ কর্মর্সূচি পালন করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন