পদ্মার বুকে পা বাঁধা লাশ

  18-04-2019 06:06PM

পিএনএস ডেস্ক : রাজশাহীর পদ্মা নদী থেকে পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিন-চার দিন আগে তাঁকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পচন ধরা মরদেহের পা বাঁধা ছিল। স্থানীয় লোকজন প্রথমে মরদেহটি দেখে রাজপাড়া থানায় খবর দিলে সেটি উদ্ধার করা হয়।

ওসি জানান, নদীর পাড়ের এলাকাটি রাজপাড়া থানার অন্তর্গত। কিন্তু নদী দামকুড়া থানা এলাকায় পড়েছে। তাই মরদেহটি উদ্ধার করে দামকুড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ বলেন, নিহত ব্যক্তির পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহটি নদীর পানিতে ভাসছিল। তাই সেটি ভেসে এসেছে বলে তাঁরা ধারণা করছেন।

ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে টি-বাঁধে মরদেহ ফেলে যাওয়া হয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানায়, তারা আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করছে।

উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় মামলা হবে। লাশের পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন