ময়মনসিংহে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষকালে ট্রাক ট্রাকচাপায় নিহত ৪

  20-04-2019 06:16PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলায় বিপরীতমূখী দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষকালে চলন্ত ট্রাক উপরে তুলে দিয়ে দিলে ট্রাকচাপায় দুই অটোরিকশার ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫), আব্দুল কদ্দুস (৩৫), একই উপজেলার রাইজান গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৮) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫২)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, শনিবার বেলা ১১টার আলালপুর গ্রামে প্রথমে দু’টি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষকালে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাকবলিত দু’টি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তর পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন