মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন প্রকল্পের সভা

  23-04-2019 04:47PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে লোকাল গভর্নমেন্ট ইনেশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১০টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এইচ.এম মাহমুদ আলী।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করেন ইউএনডিপি বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. মজিবর রহমান, প্রকল্প কর্মকর্তা নুসরাত জাহান ও প্রকল্প মনিটর ফেরদৌসি সারমিন। সভায় ইউপি সচিব মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. মিলন শেখ, আ. লতিফ কাজী, নাছিমা বেগম প্রমূখ বক্তৃতা করেন।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের ১২টি ইউনিয়নের ২ হাজার ৫২টি পরিবার এ প্রকল্পের আওতায় নানা ধরনের সহযোগীতা ও প্রশিক্ষণ পাবে বলে সভায় জানানো হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন