গাইবান্ধায় বাউল সম্মাননা ও সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর বার্ষিক সংগীতানুষ্ঠান

  26-04-2019 03:46PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বন্দরের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বাউল সম্মাননা ও বার্ষিক বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর বার্ষিক বিশেষ সংগীতানুষ্ঠানের উদ্ধোধনী ও বাউল সুকুমার সরকারের সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, ছোলাইমান ইসলাম, জহুরুল হক,প্রবাসে বাংলাদেশী শফিউল ইসলাম,কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি,আবদুল মালেক সরকার,সাধারন সম্পাদক বাবু নির্মলেন্দু মহন্ত,কোষাধক্ষ্য আলম স্বর্নকার,যুব সংগঠক আসাদ মামুন দিপু প্রমূখ।

পরে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকারের উদ্ধোধনী গান পরিবেশনের মধ্যদিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। বগুড়া,রংপুর ও সুন্দরগঞ্জের শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুকুমার সরকার,বাবু বীধূ ভূষন সরকার,এম.সাদ্দাম হোসেন পবন, মাইদুল ইসলাম,শিলা আক্তার,ফারুক আহমেদ, বাদশা মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনতার সুন্দরগঞ্জ প্রতিনিধি আঃ মতিন সরকার,দৈনিক খোলা কাগজের গাইবান্ধা প্রতিনিধি শাহাদাত হোসেন মিশুক,দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রওশন আলম পাপুল,দেশ দর্পন ও রেডিও সারাবেলার প্রতিনিধি সুমন কুমার বর্মন, সুন্দরগঞ্জের পাচঁপীর বাজারস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সংগীত সংগঠক এ,বি,এম নূরুল আখতার মজনু প্রমূখ।

বিশেষ সংগীতানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজারো সংগীত প্রিয় মানুষ সু-শৃংখলা ভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন