আম রফতানিতে সহায়তা করবে বিজিএমইএ

  26-04-2019 04:07PM


পিএনএস ডেস্ক: রাজশাহীর সুস্বাদু আম বিদেশে রফতানি করতে সহায়তার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। তিনি বলেন, রাজশাহীর আম বিখ্যাত। আমের সময় আসলেই সবার কাছে রাজশাহীর নামটি চলে আসে। রাজশাহীর আম বিদেশে রফতানি করতে চারঘাট-বাঘার এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করে সহায়তা করা হবে।

শুক্রবার সকালে চারঘাটের ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুবানা হক এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম পান্নার সভাপতিত্বে স্কুল চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিজিএপিএমইএ’র সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক মিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন