‘আর করবো না ধান চাষ, দেখবো তোরা কী খাস’

  15-05-2019 06:24PM

পিএনএস ডেস্ক : আর করবো না ধান চাষ, দেখবো তোরা কী খাস। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চরফ্যাশন প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার বেলা সোয়া ১২টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর আয়োজনে ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মুল্যে নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দোরত্ম্যোর কমানের দাবিতে এই মানববন্ধন করা হয়।

ওই সময় কৃষকের পাশাপাশি সাধারণ মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো.শাহাজান মিয়া ধানের মন এক হাজার টাকা করার দাবি জানান।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন