বকশীগঞ্জে অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  15-05-2019 06:35PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ , শিক্ষকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে বুধবার দুপুর ১ টায় কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যকালে কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী জানান, ১৪ মে মঙ্গলবার কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর পোষ্ট দেন। এতে করে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের ব্যাপকভাবে সম্মানহানী ঘটে। মানববন্ধনে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক শাহ আলম, প্রভাষক সাঈদ আসাদুল্লাহ, প্রভাষক মমিনুল ইসলাম , প্রভাষক আফরোফা ঋতু সহ শিক্ষক-কর্মচারী অংশ নেন।

উল্লেখ্য ১৩ মে সোমবার ওই কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, সাধারণ সম্পাদক আদনান আকাশ এর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি চাদাবজি মামলা দায়ের করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন