বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

  16-05-2019 07:52PM

পিএনএস, বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে চলতি বোরো মওসুমের বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রধান অতিথি থেকে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় এ সময় বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা ওমর আল ফারুক সহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন জানান, চলতি মওসুমে চাল প্রতি কেজি ৩৬ টাকা দরে এক হাজার ৪২৭ মেট্রিক টন, ধান প্রতি কেজি ২৬ টাকা দরে ৩৮৬ মেট্রিক টন, গম প্রতি কেজি ২৮ টাকা দরে ৩১ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন