যৌন হয়রানী প্রতিরোধে বরিশালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স

  17-05-2019 04:34PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশালে যৌন হয়রানী প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।

শুক্রবার (১৭ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌন হয়রানির প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি সভায় জেলা প্রশাসক যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগ বাক্সটি লাগানো হবে, সেটি খোলার সময় একাধিক ব্যক্তি উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়। শ্বাসনের ছুতোয় কোন ছাত্রীর গায়ে হাত দেয়া যাবেনা বলে সতর্ক করেন জেলা প্রশাসক। পাশাপশি শিক্ষক ও অভিভাবকদের মাঝে ঘনঘন সভা করা এবং কোচিং সেন্টার ও নোটবুক বন্ধের জন্য এই সভায় নির্দেশ দেয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন