দুর্নীতির অভিযোগে গাসিকের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

  21-05-2019 01:34PM


পিএনএস ডেস্ক: দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই ১৪ জনের মধ্যে টঙ্গী জোনের সিভিল প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. মুজাহিদসহ ইলেকট্রিক, লাইসেন্স, হিসাব, ট্যাক্স, সড়ক বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন সচিব রয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পাওয়া গেলে তাদের সাময়িক বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশন দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় ওই ১৪ কর্মকর্তাসহ সব কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন। তারা সাত মাসেও সংশোধন হননি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন