ঝালকাঠিতে কৃষকদের চাপের মুখে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

  22-05-2019 04:20PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে কৃষকদের চাপের মুখে সরকারি ভাবে ধান ক্রয় শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আতাহরি মিয়া, খাদ্য বিভাগের কর্মকর্তা গাজী মোঃ মাজহারুল আনোয়ার উপস্থিত ছিলেন। জেলায় তালিকা ভুক্ত প্রতি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন টন করে মোট ১৬০ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

কৃষকরা অভিযোগ করেছেন ধান বিক্রির জন্য তারা বারবার যোগাযোগর করার পরেও খাদ্যবিভাগের লোজকন ঈদের পরে কেনা শুরু করা হবে জানান। এদিকে গতকাল একজন কৃষকের কাছ থেকে ৬টন ধান কেনে হয়েছে এ খবর পেয়ে শতাধিক কৃষক তাদের ধান নিয়ে খাদ্য গুদামের সামনে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে জেলা প্রশাসক গিয়ে তাদেরকে শান্ত করে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। বেশি দামে সরকারের কাছে ধান বিক্রি করতে পেয়ে কৃষকরা অনেকটা খুসি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন