কাপাসিয়ায় ২০ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান

  23-05-2019 10:23PM

পিএনএস, কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর্থ-সামাজিক উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক প্রকল্পের অধীনে ২০ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও সনদ প্রদান করেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আওতায় স্থানীয় জন সাধারণের অংশ গ্রহণে কাপাসিয়া উপজেলার সুতার কান্দি খিরাটি উপ প্রকল্প মাধ্যমে একটি সমবায় সমিতি পরিচালিত হচ্ছে। জাপানি সহায়তা সংস্থা জাইকার আর্থিক সহায়তায় এ সমিতির ২০ জন নারী সদস্যকে আয় বৃদ্ধি মুলক সেলাই কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ দিনের বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন