বকশীগঞ্জে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  25-05-2019 06:08PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দুই দিন ব্যাপি কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক ওরিন্টেশন (গেটকিপার ও কমিউনিটির জন্য)২৫ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডোলসেন্ট অ্যান্ড স্কুল হেল্থ প্রোগ্রামের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম । এতে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. জাহিদুল আরেফিন।

এ সময় স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গণ ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেন।

ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের বর্তমান পরিস্থিতি, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য , কৈশোরকালীন শারীরিক ও মানসিক সমস্যা,কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননতন্ত্রের সংক্রমন এবং এইচআইভি/এইডস, পুষ্টি এবং অপুষ্টি, বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, মাদকাসক্তি, জেন্ডার বৈষম্য ও নির্যাতন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন