ইয়াবা সেবনে বাধা দেয়ায় লাশ হলেন রিকশা চালক

  13-06-2019 08:16AM



পিএনএস ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ার নদীপাড়ায় একটি বাড়িতে ইয়াবা সেবনে বাধা দেয়ার পর নিজ ঘরে মিলল মুরাদ নামের এক রিকশা চালকের লাশ।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তহমিনা নামের এক গৃহবধূকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুরাদ ওই এলাকার ইদ্রিস মাতব্বরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুরাদের বাবা ইদ্রীস মাতব্বর জানায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আড়পাড়ার মাদকাসক্ত মামুন হোসেন কয়েকজন যুবক তহমিনা নামের এক নারীর ভাড়া বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। একই বাড়িতে ভাড়া থাকতেন নিহত মুরাদ হোসেন। রাতে মুরাদ তাদের মাদক সেবনে বাধা দিলে তারা জোটবদ্ধ তাকে মারধর করেন। এরপর নিজ ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় মুরাদকে পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছে, স্বামী পরিত্যক্তা তহমিনার ঘরে প্রতি রাতেই মাদক সেবন করতেন মামুন ও তার সহযোগীরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইউনুছ আলী মোবাইল ফোনে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থনে যায়। ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় মাদক সেবনে সহযোগিতাকারী তহমিনাকে আটক করা হয়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন