গাজীপুরে এন্টিনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

  13-06-2019 03:05PM


পিএনএস ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য বাঁশের খুঁটিতে টেলিভিশনের এন্টিনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা এমারত হোসেন (৪৫) ও ছেলে সেলিমের (২১) মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কালডাইয়া গ্রামে ডিশ সংযোগ না থাকায় খেলা দেখার জন্য বাবা ও ছেলে একটি কাঁচা বাঁশের খুটির মাথায় অ্যান্টেনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন। কিন্তু বাঁশটি ঠিকমত না পোঁতায় কাত হয়ে পাশে থাকা ৪২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। এসময় কাঁচা বাঁশ বিদ্যুতায়িত হলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের সেবা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা রাত আনুমানিক সাড়ে ৮টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত এমারত মৌসুমী ফলের ব্যবসা করতেন ও তার ছেলে সেলিম স্থানীয় একটি কলেজে লেখাপড়া করার পাশাপাশি একটি কারখানায় চাকরি করতেন।

কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন