নাটোরের বড়াইগ্রামে মাদকসেবী স্বামীকে জেলে দিলেন স্ত্রী

  13-06-2019 05:29PM

পিএনএস ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে মাদকসেবী স্বামীকে জেলে পাঠালেন স্ত্রী। তবে মাদক থেকে নিজেকে পুনর্বাসিত করতে স্বামী নিজেও দীর্ঘদিনের কারাবাসের প্রার্থনা করেন আদালতের কাছে। পরে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিচারক এই রায় দেন। কারাদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তির নাম জোয়েল হোসেন রাজু (২৮)। সে উপজেলার বনপাড়া পৌরশহরের পাঠানপাড়ার আবুল হোসেনের ছেলে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নাজমুল হক জানান, জোয়েল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের মাদক সেবন করে আসছিল। এতে পরিবারে অর্থনৈতিক ক্ষতি ও অশান্তি বিরাজ করছিল। তাই বাধ্য হয়েই তার স্ত্রী শিরিণ সুলতানা স্বামীকে নিয়ে ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন এবং দুইজনের সাক্ষ্য ও স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত জোয়েলকে ৩ মাসের জেল প্রদান করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন