নান্দাইলে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা

  17-06-2019 06:34PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ৯টায় নান্দাইল উপজেলা হল রুমে গভর্নেন্স ইনোভেশন ইউনিট,প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম’র সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তারের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাহাঙ্গীর আলম।

নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,এনজিও প্রধান, শিক্ষক, সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা,ইউপি সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন