বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

  25-06-2019 09:31PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষত সভাকক্ষে ২৫ জুন মঙ্গলবার ওই সভার আয়োজন করা হয়।

নারী নির্যাতন বিরোধী শেয়ারিং সভায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) একেএম মাহবুব আলম ।

উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার উক্ত সভায় সঞ্চালনা এবং নারী নির্যাতন নিয়ে পর্যবেক্ষণ ও তথ্য উপস্থাপন করেন ।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরে সিদ্দিকী সুবজ, ইউপি সদস্য নুরু মিয়া, নারী ইউপি সদস্য আখিফুল বেগম, গ্রাম ভিত্তিক সংগঠন সীমান্ত উন্নয়ন সংঘের কোষাধ্যক্ষ নুরল আলম, হাসানুর রহমান প্রমুখ।

এ সময় বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন, যৌতুক, যৌন হয়রানি প্রতিরোধে করণীয় সম্পর্কে এবং স্থানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।তিনি বলেন বকশীগঞ্জ থানায় নারী হেল্প ডেস্কের সহায়তায় নির্যাতিত নারীদের আইনি সহযোগিতা করা হয়।

উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার বলেন, আমাদের কর্ম এলাকার ৪০ টি সিবিওর মাধ্যমে নারী নির্যাতন বিরোধী কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রতিটি সিবিওতে শিশু শ্রম নিরুৎসাহিত করা, প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা, প্রতিবন্ধী নারীদের অধিকার নিশ্চিত করা, শিশু বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন