ডিমলায় বিপদ সীমার ২৩ সেঃমি নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত

  10-07-2019 05:08PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : তিন দিনের প্রবল বৃষ্টিতে উজানের ঢল তিস্তা অববাহিকায় নেমে আসায় যদিও বিপদ সীমার ২৩ সেঃ মি নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে, তারপরেও বিপদের আশঙ্খায় ৪ ইউনিয়ন ।

ডালিয়া পানি উন্নয়ন সূত্রে জানা যায়, সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত পানির আদ্রতা ছিল ৫২.৪০ সেঃ মিঃ নিচে । বর্তমানে স্টাডিং অবস্থায় আছে । এর মধ্যে নীলফামারী ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হক এর পূর্বখড়িবাড়ী মৌজার ০৪টি ওয়ার্ড , ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক এর ৬ নং ওয়ার্ড, ৭ নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার এর ছোটখাতা মৌজা ও ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান এর ৮ ও ৯ নং ওয়ার্ডে এরই মধ্যে বাড়ী-ঘরে পানি প্রবেশ করেছে। তারা আরও বলেন বৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি হলে এই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্খা রয়েছে। এর জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন