ডিমলায় বন্যা কবলিত এলাকায় নৌকা প্রদান

  11-07-2019 10:17PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রাণলয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন আয়োজনে দূর্যোগকালীন ত্রাণ ও জরুরী উদ্ধবকার্যে ব্যবহারের জন্য ১১ জুলাই বিকাল ৪টায় টেপাখড়িবাড়ী তেলির বাজার নামক ঘাটে জেলা প্রশাসক নীলফামারীর সৌজন্য নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার ও ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান এর হাতে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে ২ টি নৌকা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায় । নৌকা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও তার সঙ্গীয় ব্যক্তিবর্গসহ বন্যা কবলিত ৭ নং খালিশা চাপানীর ছোটখাতা ও বাইশপুকুর মৌজান এবং ৮ নং ঝুনাগাছ চাপানীর ছাতুনামা ও ভেন্ডাবাড়ী মৌজার ৩৫০ টি পানিবন্দী পরিবারের অনেকের সঙ্গে নৌকায় গিয়ে মত বিনিময় করেন । এসময় তিনি বিপদে ধৈর্য্যধারন এবং পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ প্রদান করেন এবং সরকারি সহায়তা আসা মাত্র পৌছে দেওয়ার ব্যবস্থা গ্রহন করব।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন