ফেনীর মুহুরী নদীর ভাঙনে ২০ গ্রাম প্লাবিত (ভিডিও)

  12-07-2019 12:19PM

পিএনএস, ফেনী : ফেনীর মুহুরী নদীর ১২টি স্থানে ভাঙনের ফলে কমপক্ষে বিশটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে একহাঁটু পানি। ফলে ভারি যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। লোকজন দৃশ্যত পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে এলাকাবাসী ত্রাণ চান না। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে এই সমস্যার স্থায়ী সমাধান চান।

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এর সমাধান না করলে এই দুর্ভোগ কমবে না।

তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। আরও তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন