মোরেলগঞ্জে ফেন্সিডিলসহ আটক ১

  17-07-2019 04:58PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ক্রেতা সেজে মাটির নীচ থেকে মাদক ব্যবসায়ীর ফেন্সিডিল রাখার বাঙ্কার আবিস্কার করেছেন র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ ইউনিয়নের ভাইজোড়া গ্রামের এমদাদ ওরফে মাদারী এমদারের বাড়িতে অভিযান চালিয়ে এ বাঙ্কার আবিস্কার করেন তারা। এ সময় মাটি খুড়ে তৈরী করা ওই বাঙ্কার থেকে ১৩ বোতল ফেন্সিডিল বের করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, প্রতি বোতল ফেন্সিডিল ১৭শ’ টাকা দর চুক্তিতে মোট ৫০ বোতল ফেন্সিডিল কেনার জন্য মোরেলগঞ্জে গমন করে র্যাব সদস্যরা। শর্ত অনুযায়ী শিব্বির নামের এক যুবক প্রথমে ৬ বোতল ফেন্সিডিল তাদের হাতে তুল দেয়ার সময় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এরপর আটক শিব্বিরের দেয়া তথ্যানুযায়ী ফেন্সিডিলের ডিলার ভাইজোড়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মাদারী এমদাদের বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুড়ে তৈরী করা ওই বাঙ্কার থেকে আরো ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খোলা রেখে মাদক ব্যবসায়ী এমদাদ ও তার স্ত্রী পালিয়ে যায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন