লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  18-07-2019 05:12PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (১৭-২৩ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা মৎস্য উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় এসে শেষ হয়।

এর পর বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান,সিভিল সার্জন ডা: আবদুল গাফফার,অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দেবনাথ, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: মো: আইয়ুব মিয়া।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রণি, মৎস্যজীবী আমির হোসেন প্রমুখ। এসময় মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহরের ডিসি কলোনী পুকুরে মাছে পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন