তিস্তা ব্যারেজে ছোট ছোট যানবাহন চলাচল শীতল করার দাবীতে বিক্ষোভ

  18-07-2019 08:45PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : তিস্তা ব্যারেজে ভারী যানবাহন এবং ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ । এতে বিপাকে পড়েছে শ্রমিক ও মালিকেরা । শ্রমিক ও মালিকেরা জানায়, বাংলাদেশের ২য় বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ। নিঃসন্দেহ এটি আমাদের সম্পদ ।

ব্যারেজটি ভারী যানবাহনের কারনে ক্ষতিসাধিত হউক এটা আমাদের কাউরো কাম্য নয় । তবে ছোট ছোট যানবাহনের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা শীতল করার অনুরোধ জানিয়ে তারা বলেন , কৃষি প্রধান এই দেশে কৃষিজাত দ্রবাদি যদি পারাপার না হয় তাহলে অপূরনীয় ক্ষতি ও লোকসান গুনতে হবে সাধারন মানুষসহ শ্রমিক ও ছোট ছোট যানবাহন মালিকদের । তারা আরও বলেন ব্যারেজের দুই মাথায় পাকা রাস্তায় সাড়ে সাতফিট করে ছোট ছোট স্পেস দিয়ে দুটি করে পিলার স্থাপন করা হয়েছে । এতে ছোট ছোট পরিবহন ছাড়া বড় পরিবহন পারাপার কোন ক্রমই সম্ভব নয় । অতঃপর জনস্বার্থে ছোট ছোট যানবাহন চলাচলের বাঁধা নিষেধ প্রত্যাহারের দাবী জানিয়ে ১৭ জুলাই ৬ টা ৩০ মিনিটে অবসরের সামনে বিক্ষোভ করেন এবং সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি মোতাহার হোসেন কে বিনীত অনুরোধ জানায় । এসময় এমপি মহোদয় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিরসনের ব্যবস্থা করবেন বলে বিক্ষোভকারীদেরকে আশ্বাস্থ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন