ডিমলায় নার্সারী করে সফল দুই ভাই

  20-07-2019 06:11PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : অভাবের সঙ্গে যুদ্ধ করে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নার্সারী করে সফল দুই ভাই । নীলফামারী ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সম্রাট নার্সারীর প্রোঃ মোঃ আব্দুল জব্বারের ২ ছেলে, একজনের নাম সাজু সম্রাট অপরজন মিজু সম্রাট তারা ২ জনে বর্তমানে কলেজ পড়ুয়া ছাত্র।

সরেজমিনে গিয়ে তাদের সঙ্গে কথা হলে তারা জানায় পড়া-শোনার পাশাপাশি কি করলে সংসারের অভাব দূরীভূত হবে । এ চিন্তা মাথায় রেখে অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে শুরু করে ফুল-ফল ও ঔষধী নার্সারী । বর্তমানে তা ১ একর জমিতে পরিপূর্ন হয়েছে । দৈনন্দিন ৪ জন শ্রমিক নার্সারীতে কাজ করেন । কর্মরত শ্রমিকরা প্রতিদিন স্থানীয় হাট-বাজার গাছ বিক্রি করেন । পাশাপাশি সভা-সমাবেশে অর্ডার গ্রহণ করা হয় এবং মেলা প্রর্দশনীতে অংশগ্রহন করেন । এব্যাপারে সরকারি কোন অনুদান পেলে নার্সারীটি আরও পরিসরে বিস্তার লাভ করবে এতে কর্মসংস্থান সৃষ্টি হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন