ডিমলায় পল্লী বিদ্যুৎ মোটিভেশন সভা

  20-07-2019 10:21PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ২০ জুলাই বিকেল ৫টায় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ আবুজার রহমানের সভাপতিত্বে ইলেকট্রিশিয়ান মোঃ জয়নুল আবেদিনের সঞ্চালনায় বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে দালাল ও চাঁদাবাজি প্রতিরোধ কল্পে গ্রাহক সচেতনতার জন্য মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নীলফামারী পল্লীবিদ্যুৎ ডি,জি,এম আলহাজ্ব আলম হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, এছড়াও উপস্থিত ছিলেন ই,সি রুহুল আমিন হাওলাদার, পাওয়ার ইউজ কো-অডিনেটর এম.এ অলদিম, গয়াবাড়ি পল্লী বিদ্যুৎ ইনচার্য ফারুক হোসেন, ওয়ারিং পরিদর্শক মোঃ দুলু মিয়া, ইলেকট্রিশিয়ান মোঃ সিদ্দিুকুর রহমান জনতা, মোঃ আঃ রাজ্জাক প্রমুখ।

সভায় উপস্থিত সংযোগ প্রত্যাশীদের মত বিনিময় শেষে সকলের উদ্দ্যেশে ডি জি এম বলেন, বিদ্যুৎ লাইন নির্মানের জন্য সমিতির উপদেষ্টা, লাইন নির্মান ঠিকাদার, পবিস অথবা বাপবিবো’র কর্মকর্তা, কর্মচারী , সমিতির এলাকা পরিচালক বা কোন ইলেকট্রিশিয়ান, ব্যাক্তি গোষ্ঠি-কে কোন প্রকার অর্থ চাঁদা প্রদান না করার জন্য আহব্বান জানান। পল্লীবিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে কেউ কোন চাঁদা দাবী করলে সেই সব দুস্কৃতিকারী দালালদের কে আইনের আওতায় সোপর্দ করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন