শেরপুরে খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে একই পরিবারের ৮

  21-07-2019 10:13PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন- শেরপুর উপ-শহরের সেকেন্দার আলী সেখের ছেলে মোতাহার হোসেন (৭০), তার স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৬০), ছেলে আবুল কালামের মেয়ে মীম (১৫), জাহাঙ্গীর আলমের স্ত্রী মিতু আক্তার (২০), মেয়ে মাহি (৭০), সুরভি আক্তার কলি (২০), লতা খাতুন (১৫) ও রেবেকা খাতুন (২০)।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিরা জানান, গত শনিবার (২০জুলাই) রাতে বাবা মোতাহার হোসেনের বাসায় গুড়া দুধে রান্না করা পায়েস খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সকালে ঘুম থেকে জেগে উঠলেও একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করে দেয়। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর হাসপাতালের চিকিৎসক ডা. মাহজাবিন আক্তার সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। এরপর থেকেই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তারা। এছাড়া শঙ্কার কোন কারণ নেই বলেও জানান এই চিকিৎসক।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন