সুন্দরগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

  22-07-2019 05:20PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তা দিতে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠন গুলো সাহায্য সহযোগীতার হাত বেড়ে দিয়েছে।

সোমবার গাইবান্ধা সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমিতির পক্ষে এম এ মান্নান মিয়া হরিপুর বোচাগারি, কাপাশিয়া ও লালচামার এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে ৫০০শত করে টাকা প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফজর উদ্দীন স্মৃতি পাঠাগার এন্ড ক্লাব সংস্থার চেয়ারম্যান এম এ মালেক, প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ। অপর দিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জু মিয়া নিজস্ব অর্থায়নে গত শনিবার নৌকা যোগে ২ হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এদিকে চন্ডিপুর আল-আমিন ফার্ণিচার-এর উদ্দ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান ফুলমিয়া, অধ্যক্ষ রাশেদ খান, সমাজসেবক হান্নানুল ইসলাম লিটন, জয়নুল আবেদীন। অপরদিকে প্রয়াত এম.পি গোলাম মোস্তফা আহমেদ এর ছেলে উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মেহেদী মোস্তফা মাসুম নিজস্ব অর্থায়নে শুকনো খাবার বানভাসী মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয় আ’লীগের সভাপতি ফজলার রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক ক্রেটি চক্রবর্তী, আ’লীগ নেতা আব্দুল কুদ্দুস প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন