দুদল মাদক কারবারির মধ্যে গোলাগুলি', নিহত ১

  23-07-2019 12:09PM

'
পিএনএস ডেস্ক: মেহেরপুরে দুই দল মাদক কারবারিদের মধ্যে 'গোলাগুলিতে' হামিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, হামিদুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে এবং তার বিরুদ্ধে সদর থানায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানের ভাষ্যমতে, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশ গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের লাশ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন