সুন্দরগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের

  23-07-2019 05:32PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের।

সম্প্রতি উপজেলার ৭ ইউনিয়নে বন্যা দেখা দিলে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। পানিবন্দি মানুষেরা গরু, ছাগল, হাঁস, মুরগী, নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধ ও আশ্রয় কেন্দ্রগুলোতে ঝুপরি তুলে আশ্রয় নিয়ে অবর্ণনীয় দুরাবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করছেন। সরকারি বে সরকারি ভাবে তাদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছিলেও বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও রান্নার লাকরি না থাকায় অনেকেই বাঁধে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এনিয়ে বাঁধে আশ্রীত বানভাসি মানুষ লাল মিয়া, সুখনি বেওয়া, ফুল বাবু, সাজেদা, হিরু মিয়াসহ অনেকে জানান, বন্যা আসার পর থেকে জীবন বাঁচার তাগিদে বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধে আশ্রয় নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছি। বন্যার পানি নেমে গেলেও ঘর-বাড়ি কর্দমাক্ত হওয়ায় সেখানে ফিরে যেতে পারছিনা।

সরকারি বে সরকারি ভাবে ত্রাণ সামগ্রী পেলেও রান্না বান্না করে খাওয়ার মত পরিবেশ নেই। অনেকে বলছেন আবারও বন্যা আসতে পারে তাই আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি সে স্থানকে নিরাপদ মনে করছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন