মহাদেবপুরে দেশ সেরা মৎস্য চাষী সেলিম এমপিকে সংবর্ধনা

  23-07-2019 06:07PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দেশ সেরা মৎস্য চাষী হিসেবে স্বর্ণ পদক পাওয়ায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। প্রভাষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম খুরশিদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রধান মন্ত্রীর কাছ থেকে দেশের শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে স্বর্ণ পদক পাওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর তাকে সংবর্ধনা প্রদান করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন