রোহিঙ্গার বালিশে ৩০ ভরি স্বর্ণ!

  11-08-2019 01:43AM



পিএনএস ডেস্ক: টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণসহ রফিক নামে এক রোহিঙ্গাকে আটক করেছে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. এম সোহেল রানার নেতৃত্বে জওয়ানেরা উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ভাড়া বাসায় নীর আহমদের ছেলে মো. রফিকের ঘরে অভিযান চালায়।

এসময় বালিশের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এঘটনায় ঘরের বাসিন্দা রফিককে আটক করা হয়।

টেকনাফের কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. এম সোহেল রানা জানান, ইয়াবা ও স্বর্ণসহ আটক আসামিকে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন