গাজীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

  11-08-2019 03:26PM

পিএনএস ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবুল কাশেম ওরফে কাজল (৫২) বরুন গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ সময় ছোট ভাইও আহত হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের আবু বক্কর সিদ্দিকের দুই ছেলে আবুল কাশেম ওরফে কাজল ও রুস্তম আলীর (৪৮) সাথে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বরুন বাজারের কাছে আখ ক্ষেতে কাজ করছিল কাজল। সেখানে গিয়ে কাজলের ছোট ভাই রুস্তম আলী ও তার ছেলে শাকিল (২২) হাসুলি ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন নিজেকে রক্ষা করতে কাজলের হাতে থাকা কাঁচি দিয়ে ছোট ভাই রুস্তমকে কোপায়। ঘটনার পর দুই ভাইকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. রাকিবুল হাসান জানান, কাজলের শরীরে ৮-১০টি কোপের ক্ষত রয়েছে। নিহতের ভাই রুস্তমের বুকে, কানে ও মাথায় কোপের ক্ষত রয়েছে। রুস্তমকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। কাজলের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন