ডেঙ্গুতে মারা গেলেন রমনা পার্কের পরিচ্ছন্নতাকর্মী

  13-08-2019 12:42PM

পিএনএস ডেস্ক : এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন রমনা পার্কের এক পরিচ্ছন্নতাকর্মী। তার নাম রাসেল (৩২)।

ঈদের দিন (সোমবার) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাসেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নতাকর্মীর হিসেবে নিয়োজিত ছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। প্রথমে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ১০ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে চারজনের মুত্যু হলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন