মাধবপুরে নৌকাডুবিতে ২ নারীর মৃত্যু

  15-08-2019 12:24AM



পিএনএস ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে হাওরে নৌকাডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন (৬০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দা বানু (৬২)। আহতদের মধ্যে আক্কাছ মিয়ার স্ত্রী আনু বেগম (৩৫), মাহমুদা বেগম (৫০), সাফিয়া বেগমকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত সায়েরা খাতুনের ছেলে আক্কাছ মিয়া বলেন, চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়ায় খরমপুর মাজারে ওরসে যাচ্ছিলেন। যাত্রীদের চাপে ধনকুড়া হাওরে নৌকার মাচা ভেঙে নৌকাটি ডুবে যায়।

এ সময় যাত্রীরা নৌকার ওপর থেকে দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েরা ও সৈয়দা বানুকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন