ময়মনসিংহে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

  19-08-2019 03:04PM


পিএনএস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.লক্ষ্মী নারায়ণ মজুমদার।

তিনি বলেন, আনোয়ার হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে। সে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারকে ভর্তি করা হলে সোমবার ভোরে অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে আনোয়ারের মৃত্যু হয়েছে। এনিয়ে
মমেক হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মারা গেছেন তিন জন। গেল ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছে ৮৮৩ জন। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছে ১৭৪ জন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন