লক্ষ্মীপুরে ২০ টি সরকারী প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্তি

  19-08-2019 06:31PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ আগস্ট (সোমবার) সকালে জলাভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় সদর উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য বিভাগ এ কর্মসূচির আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা মৎস্য অফিসার সারওয়ার জামান, সহকারী মৎস্য অফিসার আবুল কাসেম, প্রমুখ।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী, ধান ক্ষেত ও পুকুরে দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়। এতে সদর উপজেলার এ পর্যন্ত ২০ টি সরকারী প্রতিষ্ঠান সমূহের পুুকুরে ১৫০ কেজি রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন