কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৩৯ ডেঙ্গু রোগী ভর্তি

  19-08-2019 08:47PM

পিএনএস ডেস্ক : কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তিও সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫৫ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ১২৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭৩২ জন।

এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি আরো জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশংকাজনক নয়। এ পর্যন্ত কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী কুমিল্লায় মারা যায়নি।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বেড সংখ্যা সীমিত হওয়ায় হাসপাতালের মেঝেতে রোগীদের চিকিৎসা দেয়া হচেছ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন