ঠাকুরগাঁওয়ের সড়কে গেল ৩ প্রাণ

  22-08-2019 01:46PM


পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চৌধুরীহাট এলাকায় ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা হাসপাতাল সূত্র দুর্ঘটনায় হতাহত হওয়ার তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক মো. বাবুল ও অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা মো. কামরুজ্জামান। এই দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান ঠাকুরগাঁওয় সদর উপজেলার নারগুন এলাকায় রাজমিস্ত্রি আবুল কালাম আজাদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় যাচ্ছিল। সকাল ১০টার দিকে চৌধুরীহাট এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাসটি আরেকটি মিনিবাসকে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনিবাসের দুজন নিহত হন। আহত হন আরও ৩০ জন যাত্রী । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠান।

ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক ফিরোজা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন