নোয়াখালী গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ’র সভা অনুষ্ঠিত

  22-08-2019 09:02PM

পিএনএস, নোয়াখালী প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১ টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ’র ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান এবং সিনিয়র সাংবাদিক স্বদেশ রায়। সাত সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তন্ময় দাস, জেলা প্রশাসক, নোয়াখালী (পদাধিকার বলে), ডক্টর প্রকাল চাঁদ সাবু, কান্ট্রি হেড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ঢাকা (পদাধিকার বলে), টিনা পাল, উপজেলা নির্বাহী অফিসার, সোনাইমুড়ী (পদাধিকার বলে) এবং অ্যাডভোকেট কাজী মোঃ মানছুরুল হক খসরু, জিপি, নোয়াখালী।

সভায় গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন কর্মসূচী, প্রকল্প এবং অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা জেলায় অভয়াশ্রম, ফেনী জেলায় খাদি প্রতিষ্ঠান, জয়াগে অবস্থিত গান্ধী স্মৃতি জাদুঘর এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের বার্ষিক (জুলাই, ২০১৯ থেকে জুন, ২০১৯ খ্রিঃ) কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় গান্ধী আশ্রম ট্রাস্টের ২০১৮-১৯ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব, ২০১৯-২০ অর্থ বছরের বাজেট, উন্নয়ন পরিকল্পনা, জন কল্যাণ মুখী সেবা সমূহ নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞানী ডক্টর সাখাওয়াত হোসেন, ট্রাস্টের পিস কোর্ডিনেটর অসীম কুমার বকসী, সাংবাদিক দিদারুল আলম, ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন