রামপালে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক-হেলপারসহ নিহত ৩

  10-09-2019 07:26PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দাড়িয়ে থাকা ইটের ট্রাকের চালক ও পাথর বোঝায় ট্রাকের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও এক জন আহত হন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের দুইজন ট্রাকের হেলপার ও একজন ট্রাকের চালক। নিহতদের মধ্যে একজনের নাম ইকবাল হাওলাদার (২২)। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার উপজেলার জুলিয়া গ্রামে। সে ঐ গ্রামের নাছির হাওলাদারের পুত্র। অন্য দুই জনের পরিচয় এখনও জানা যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তুহিন হাওলাদার জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইট বোঝাই ট্রাক দাড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের চালক চাকা মেরামতের কাজ করছিল। এসময় পিছন থেকে এসে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে দাড়িয়ে থাকা ট্রাকের চালক ধাক্কা দেওয়ায় ইট বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন। এসময় পাথর বোঝাই ট্রাকের ২ হেলপার ঘটনাস্থালেই মারা জান। এ সময় এ ট্রাকের ড্রাইভার শাহিন গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছেন। সে খবর পাওয়া পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করে রামপাল থানায় নেওয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন