লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের সচেতনতা বিষয়ক আলোচনা সভা

  11-09-2019 05:15PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগ আয়োজনে সচেনতনতা বিষয়ক আলোচনা সভা ও যানবাহনে লিপলেট স্থাপন অনুষ্ঠান শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে ৪৪জন কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মামুন আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পংকজ দেবনাথ, ডিআইও (ওয়ান) ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, বাস মালিক সমিতির সভাপতি হাজী শাহজাহান প্রমুখ।

আলোচনা সভা শেষে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ীতে স্টীকার লাগানো ও চালক এবং যাত্রীদের সচেতনতামূলক পরামর্শ দেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান বলেন, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সড়ক দুর্ঘটনায় শুধু চালককে দায়ী করলে হবে না। ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে হবে।

ট্রাফিক পুলিশদের উদ্দ্যেশ্য তিনি বলেন, লক্ষ্মীপুরের মহাসড়কে কোনো প্রকার অটোরিক্সা চলতে দেয়া যাবেনা। ফিটনেস বিহীন ও মডেল আউট কোনও গাড়ি লক্ষ্মীপুর শহরে চলতে দেয়া হবে না। এসব গাড়ির বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হবে।

প্রতিযোগিতাপূর্ণ গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি দাঁড় করানো, রাস্তায় গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন পুলিশ সুপার ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন