ইতালি যাওয়ার পথে নিহত তিনজনের মরদেহ ঘিরে শোকের মাতম

  15-09-2019 05:41PM

পিএনএস ডেস্ক : মানব পাচার চক্রের প্রলোভনে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে মারা গেছেন ফরিদপুরের তিনজন। এরা হলেন ফরিদপুর শহরের সায়েম মোল্লা ও জেলার সালথা উপজেলার সেলিম ও সানি। নিহতের মধ্যে সায়েম ও সেলিমের লাশ রোববার সালথায় আনা হয়েছে।

নিহতদের পরিবার জানায়, ফরিদপুর শহরের ডোমরাকান্দি এলাকার ইতালি প্রবাসী প্রতারক মফিজুর রহমান ফরিদপুর সদর উপজেলার সায়েম ও সালথা উপজেলার সেলিম এবং সানিকে ইতালির একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে ৮০ হাজার টাকা বেতনে কাজের প্রলোভন দেখান। এরপর তাদেরকে ইতালিতে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাত লাখ টাকা নেন। ১০ মে তাদের ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে বাংলাদেশ থেকে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়।

গত ৩ জুন ইতালি গমনেচ্ছুরা মোবাইলে জানান তারা একটি নৌকা যোগে লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি রওয়ানা হয়েছেন। এরপর থেকে তাদের সাথে আর যোগাযোগ ছিলো না বলে জানায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারগুলো অন্য প্রবাসীদের মাধ্যমে জানতে পারেন তাদের মৃত্যুর খবর।

রোববার সকালে নিহত সায়েম মোল্লা ও সেলিমের লাশ বাড়িতে নিয়ে এলে পরিবারে শোকের মাতম শুরু হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন